26/04/2024 : 6:18 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

পথশ্রী অভিযান প্রকল্পের উদ্বোধনে বিধায়ক নিশিথ কুমার মালিক

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, শক্তিগড়, ১১ অক্টোবর, ২০২০:


পশ্চিমবঙ্গ সরকারের  পথশ্রী অভিযান প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পথ নির্মাণই প্রগতির অভিযান। সেই লক্ষ্যে আজ আজ শক্তিগড়ে কারেন্ট অফিসের সামনে শুভ উদ্বোধন হল রাস্তার নির্মাণ প্রকল্প। এন এইচ ২ থেকে জি. টি. রোভ পর্যন্ত পিচের রাস্তা মেরামত। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ কুমার মালিক, বড়শুল ১ নং পঞ্চায়েত প্রধান দিলীপ কুমার সাঁই ও অন্যান্যরা।

অপরদিকে বিধায়ক নিশীথ কুমার মালিক বর্ধমান ১ নম্বর ব্লক ও বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল ২ গ্রাম পঞ্চায়েত এর রাস্তার শিলান্যাস করেন।

উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত , সহ-সভাপতি অরুণ গোলদার, পঞ্চায়েত সমিতির সদস্য অম্বিকা দাস, বাবলু পাল, বড়শুল ২ পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সরেন, উপপ্রধান রমেশ চন্দ্র সরকার ,পঞ্চায়েতের সেক্রেটারি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক কর্মী এই রাস্তাটি শনি মন্দির হইতে উন্নয়নে পর্যন্ত এ রাস্তাটি তৈরি হয়।

Related posts

মেমারিতে বামফ্রন্টের অবস্থান সভা

E Zero Point

মেমারিতে নাবালিকা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেফতার এক টোটো চালক

E Zero Point

মেমারিতে আবার বিজেপির থানা ঘেরাও ও পথ অবরোধ

E Zero Point

মতামত দিন