08/05/2024 : 8:41 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সামাজিক বিধি নিষেধ মেনেই শুরু হল যাত্রার রিহার্সাল

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১২ অক্টোবর, ২০২০:


করোনা পরিস্থিতি তে যাত্রা শিল্প একদম বন্ধ হয়েগেছে,করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের প্রযোজনায় একটি নাট্য সংস্থা প্রযোজিত হয়। নাট্য সংস্থার নাম শ্রী চৈতন্য নাট্যসংস্থা। এর আগের বছর নাট্য সংস্থাটি ১০০ টি বরাত পায়। কিন্তু হঠাৎ করোনা হয়ে যাওয়াতে ৫২ টি শো করার পর বন্ধ হয়ে যায়। করোনার আবহাওয়া তে আর যাত্রা হয়না  কিন্তু রাজ্য সরকার অনুমতি দেবার পর  আজ থেকে কালনা নতুন বাসস্ট্যান্ড এ সামাজিক বিধি নিষেধ মেনেই রিহার্সাল শুরু হয়। উপস্থিত ছিলেন মিন্ত্রী স্বপন দেবনাথ প্রযোজক, যাত্রা শিল্পী রুমা দাসগুপ্ত ও অন্যান্য কলাকুশলীরা।

Related posts

বিটরা উদয়ণ ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

E Zero Point

চুঁচুড়ায় পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ

E Zero Point

মেমারিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন

E Zero Point

মতামত দিন