25/04/2024 : 2:52 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদমুর্শিদাবাদ

৪০০ বছরের প্রথাঃ কামান ফাটিয়ে সন্ধি পূজার সূচনা

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৫ অক্টোবর, ২০২০:


প্রায় চার শত বৎসর ধরে কামান ফাটিয়ে সন্ধিপূজা শুরু হয় কান্দি মহকুমার ছাতিনাকান্দি জমিদার বাড়ির দূর্গা পূজা। দেবী এখানে চতুর্ভূজা । গোপীবাবুর বাড়ির দুর্গাপুজা নামে খ্যাত এই পূজা। অশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি তে বোধন দিন থেকে সূচনা হয় পূজার।

শাস্ত্র রীতি মেনে নিয়ম নিষ্ঠার সাথে পূজা ও চন্ডী পাঠ হয় । প্রতি বৎসর জমিদার বাড়ির পুজো দেখতে দূর দূরান্ত থেকে দর্শক ভিড় জমান।এই বৎসর করোনা আবহে দর্শকদের ভিড় কম থাকলেও করণা আবহে দর্শকদের কথা মাথায় রেখে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল সেই বিশেষ কামান ফাটানোর খবর সংগ্রহ করার জন্য।

Related posts

বিষধর কেউটে সাপ উদ্ধার বর্ধমানে

E Zero Point

সমুদ্রগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী

E Zero Point

মেমারিতে থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের

E Zero Point

মতামত দিন