25/04/2024 : 2:23 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল পত্র পত্রিকার স্টল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৫ অক্টোবর ২০২০:


মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মার্কসীয় সাহিত্য ও প্রগতিশীল পত্র পত্রিকার স্টল সারদ উপলক্ষে আয়োজন করা হয়েছে । গত শুক্রবার ভারতের কমিউনিস্ট পার্টি ( মা:) এই বুক স্টলের উদ্বোধন করেন সুকান্ত কোঙার।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন সনৎ ব্যানার্জী, অভিজিৎ কোঙার, প্রশান্ত কুমার, চিন্তা কোঙার, অমিতাভ চৌধুরী, পিন্টু ভট্টাচার্য প্রমুখ। এখানে মার্কসীয় পত্র পত্রিকা ছাড়া বিজ্ঞান, দর্শন, বাচ্চাদের নান্নান ধরনের গল্পের বই পাওয়া যাচ্ছে । শুক্রবার মেমারি চকদিঘী মোড়ে বিকেল চারটায় সূচনা হয় । এই পত্র পত্রিকার স্টল চলবে ২৬ শে অক্টোবর সোমবার পর্যন্ত ।

Related posts

গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ

E Zero Point

শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী জামাই

E Zero Point

বর্ধমানে ইভটিজিংয়ের শিকার যুবতী ও তার হবু স্বামী

E Zero Point

মতামত দিন