29/02/2024 : 8:34 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গদুর্গাপুজো সংবাদপূর্ব বর্ধমান

ঘরের মেয়ে উমা জন্য বিষাদের সুর………….

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২৮ অক্টোবর, ২০২০:


শারদীয়া দূর্গা উৎসব বাঙালিদের বড় উৎসব, চারদিন মহা ধুম ধামের সঙ্গে মা দুর্গার আরাধনা করা  হয়, উমা ঘরের মেয়ে, তাই উমার বাপের বাড়ি  আসাকে নিয়ে মেতে থাকে আপামর বাঙালী। মা দূর্গা বাপের বাড়ি এসেছিল, দশমীর বিদায় বেলায় উমা শ্বশুর বাড়িপারি দিয়েছে,  চারদিন ঘরের মেয়েকে নিয়ে সবাই ব্যাস্ত ছিলো, উমা শ্বশুর বাড়ি চলে যাওয়াতে, মানুষের মন ভাড়াক্রান্ত।

প্রকৃতি শান্ত, ক্লাব থেকে শুরু করে সবার মনে বিষাদের সুর, ঢাকি উমা কে বিসর্জনের দিয়ে বাড়ি ফেরার পথে। পাড়া, ঘরের লোকজন থেকে বখশিস নিয়ে যায়, মনে একটাই কথা ভেসে মা আবার এসো পরের বছর।

Related posts

করোনা কালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডা: জোয়েব ফারহাদ বিশ্বাস

E Zero Point

ঝুলন অনুষ্ঠানের সামাজিক বার্তা নদীয়ায়

E Zero Point

জন্মাষ্টমীর পূর্বেই বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকনের মন্দির

E Zero Point

মতামত দিন