23/04/2024 : 4:32 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দিতে বিভিন্ন পুজো কমিটির প্রতিমা নিরঞ্জন

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ২৮ অক্টোবর, ২০২০:


সরকারি বিধি-নিষেধকে মাথায় রেখে, কলকাতা হাই কোর্টের রায় কে মান্যতা দিয়ে এবছর ছাতিনাকান্দি ৬ এর পল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি জৌলুসহীন ভাবে স্থানীয় পুকুরে প্রতিমা নিরঞ্জন করল দ্বাদশীর দুপুরে।

অন্যদিকে দ্বাদশীর সকালে কান্দি জেমো ইন্দ্র তলার দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হলো। স্বাস্থ্যবিধি কে মাথায় রেখে দ্বাদশীর দিন সকালে স্থানীয় পুকুরে শুধুমাত্র ঢাক সহকারে প্রতিমা নিরঞ্জনের কাজ সারলেন জেমো ইন্দ্র তলা দুর্গাপূজা কমিটি।

এর পূর্বে কান্দির লাহিড়ী পাড়া সুবাস সংঘার প্রতিমা বিসর্জন হল একাদশীর সন্ধায়।কান্দি থানার ঘাট সমস্ত রকম করোনা বিধি কে মাথায় রেখে আজ সুবাস সংঘের প্রতিমা নিরঞ্জন করলো ঘটে মোতায়েন থাকা পৌর কর্মীরা।

 

Related posts

এক দিনে ৫১,৯৬০ বোতল ফিনাইল তৈরি করে রেকর্ড গড়ল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড

E Zero Point

পঞ্চায়েত কর্মচারী সমিতি ৮০ জন অসহায় পরিবারের পাশে মেমারিতে

E Zero Point

শহীদের স্মৃতি রক্ষার্থে বলগোনা গ্রাম পঞ্চায়েতের রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন