18/04/2024 : 7:00 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

২০২০ তে আরাধনা ২০২১ তে উন্মাদনা

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৩০ অক্টোবর, ২০২০:


দুর্গা পুজোর পরে কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালির বাড়ির ঐতিহ্য। করণা আবহের কারণে কান্দির এক সাহা বাঙাল পরিবার স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে জৌলুস নিন ভাবে কোজাগরী লক্ষ্মী পূজা পালন করল,জোলুসহীন ভাবে পালন করলেও পুজোর নিয়মে এতটুকুও খামতি করা হয়নি। তাদের এই লক্ষ্মীপূজো বাংলাদেশ পূর্বপুরুষরা পালন করত, পরে তার বাপ ঠাকুরদা রা বাংলাদেশ থেকে কান্দিতে চলে আসার পর তাদের এই লক্ষ্মী পুজো আরম্ভর সঙ্গে কান্দিতে পালন করা হতো তাদের এই লক্ষ্মীপুজোয় আত্মীয়দের নেমন্তন্ন করা হতো।

করোনা আবহের কারণে সে সবকিছু এবছর বন্ধ রেখেছে তারা লক্ষ্মীর কাছে একটাই প্রার্থনা করছে করণা জানাই আমাদের এই পৃথিবী থেকে। তারা তাদের এ বছরের পুজোর ট্যাগলাইন রেখেছে ২০২০ তে আরাধনা ২০২১ তে উন্মাদনা।

Related posts

নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় দুই দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট

E Zero Point

হলদিবাড়িতে বর্ষবরণ অনুষ্ঠান

E Zero Point

গ্যাস সিলিন্ডার ফেটে উড়লো বাড়ির চাল, গৃহিনী সহ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

E Zero Point

মতামত দিন