06/05/2024 : 2:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ফের রেশন দুর্নীতিতে উত্তপ্ত ভাতারে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৫ নভেম্বর, ২০২০:


আবারো পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা রেলস্টেশনের কাছে যে রেশনের দোকান টি রয়েছে, সেই রেশনের দোকান থেকে নিম্নমানের চাল দেওয়া ব্যাপক উত্তপ্ত হয়ে উঠলো বলগোনা রেশন চত্বর।

ঘটনাস্থলে আসেন ভাতার থানার পুলিশ ,ভাতার ব্লক প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিক।
এই চাল পাল্টি দিয়ে নতুন চাল দেয়া হবে স্বীকার করেন খাদ্য দপ্তরের আধিকারিক দয়াময় গোস্বামী।

অপরদিকে গ্রাহকদের অভিযোগ বেশ কয়েক দফা রেশনের চাল নিম্নমানের দিচ্ছেন ।বারবার বলা সত্ত্বেও কোনো পরিবর্তন ঘটছে না। তাই আজ আমরা ঠিক করেছি নিম্নমানের জাল নেব না যতক্ষণ না ভাল চাল দিচ্ছে আমরা বিক্ষোভ দেখাবো।

ঘটনাস্থলে আসেন বলগোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমজাদ শেখ, তিনি জানান, বিষয়টি ব্লক প্রশাসনকে আমি তড়িঘড়ি জানাই। আধিকারিকরা আশ্বাস দিয়েছেন। খুব তাড়াতাড়ি এই নিম্নমানের চাল পরিবর্তন করে দিয়ে ভাল চাল দেয়া হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে ভাল চাল দেওয়ার কথা বলছেন নিম্নমানের চাল কোন গ্রাহক নেবে না।
রেশন ডিলার সিতাংশু চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, আমাকে নিম্নমানের চাল দেয়া হয়েছে তাই আমি বিতরণ করছি। ভাল চাল দিলে ভাল চাল বিতরণ করব।

Related posts

ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

পুজোর আগে অসহায় পরিবারের পাশে স্বপ্ন পূরণ

E Zero Point

নিউটন মজুমদার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

E Zero Point

মতামত দিন