02/05/2024 : 8:36 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্রচুর পরিমাণে শব্দবাজি আটক মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, মেমারি, ৬ নভেম্বর, ২০২০:


কলকাতা হাইকোর্ট আসন্ন কালীপুজো ও ছোট পুজোর সময় বাজি বিক্রি ও পোড়ানো বন্ধ করতে নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশ পালন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে পরিবেশকর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে।

এমনসময় মেমারি থানার পুলিশ গতকাল গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে মেমারি চকদিঘী মোড় এলাকায় প্রচুর পরিমাণে  শব্দবাজি উদ্ধার করছে মেমারি চকদিঘি মোর এলাকা থেকে। মেমারি থানার আধিকারিক সূত্রে জানা যায় প্রায় ৭ কুইন্টাল শব্দবাজি আটক করা হয়েছে। এই শব্দবাজি গুলো আসন্ন কালীপুজোয় ব্যবহার করা হতো বলে জানা গেছে। শব্দবাজির সাথে আটক জয়ন্ত পালে আজ বর্ধমান কোর্টে তোলা হয়েছে।

Related posts

বামেদের নেতাজী জন্মদিবস পালন

E Zero Point

বেতন না হওয়ায় সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

E Zero Point

বাবা ভ্যানচালক ছিলেন, মা জড়ির কাজ করেনঃ রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতলেন হাওড়ার অচিন্ত্য

E Zero Point

মতামত দিন