24/04/2024 : 4:52 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনার বিরুদ্ধে লড়াই কালনা বিজ্ঞান কেন্দ্রের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কালনা, ৮ নভেম্বর, ২০২০:


পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কালনা বিজ্ঞান কেন্দ্রে ২০ সেপ্টেম্বর স্বাস্থ্যবন্ধু কর্মশালায় কোভিড কেয়ার ইউনিট তৈরী হয়। তারপর প্রতি শনিবার পালস অক্সিমিটার ও থার্মাল স্ক্যানার সহ স্বাস্থ্য শিবির করা হয়। অনেক মানুষ ফোন করে পরামর্শ চায়, বাজার করে দিতে বলে, ঔষধ কিনে দেওয়া ইত্যাদি কাজ করে দেয় বিজ্ঞান কর্মীরা । এছাড়া মার্চ মাস থেকে সচেতনতা প্রচার লিফলেট, পোষ্টার , ফ্লেক্স টাঙ্গানোর কাজ চালানো হয়। ৭ নভেম্বর শনিবার কালনা পৌরসভার ভাদুড়ীপাড়ার কোভিড আক্রান্ত ৮১ বছরের বৃদ্ধ বলাই চন্দ্র ধর কে বাড়ি থেকে অ্যাম্বুলেন্স পর্যন্ত বহন করলেন কালনা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক সুবোধ সাহা , সহ সম্পাদক সুভাষ রায় ও বিজ্ঞানকর্মী সৌভিক দে ,অগ্নিভ পাল । ছিলেন প্রাক্তন কাউন্সিলর মনিপ্রভা ভাদুড়ী।

কোভিড কেয়ার টীম হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে বর্ধমানের কামরী তে পাঠায়। সাধারণ মানুষরের মধ্যে এই রকম সচেতনতা বৃদ্ধি করার জন্য বিজ্ঞান আন্দোলনের প্রসারতার জন্য রবিবার পিতা পূর্ণ চন্দ্র সরকারের স্মৃতিতে আর্থিক সহায়তা দিলেন স্কুল শিক্ষিকা জলি সরকার। ৮ নভেম্বর রবিবার বিজ্ঞান কেন্দ্রের দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চাশ হাজার টাকার চেকটি কর্মকর্তাদের হাতে তুলে দেন।

Related posts

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

E Zero Point

মেমারি শহর আাইএনটিটিইউসির কর্মীসভা

E Zero Point

মগরায় ৭৫ তম স্বাধীনতা দিবসে বান্ধব সম্মিলনী ও লায়ন্স ক্লাবের আয়োজিত রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন