16/01/2021 : 5:49 PM
আমার বাংলা উত্তর বঙ্গ মালদহ

আমরা তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করিনাঃ বিমান বসু

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ১১ নভেম্বর, ২০২০:


আমরা তেল দেওয়ার নীতিতে বিশ্বাস করিনা। কংগ্রেসের সাথে এই মাসের শেষে প্রাথমিকভাবে আলোচনা হবে। তারপরই স্পষ্ট হবে জোট করে বিধানসভায় লড়বে বামফ্রন্ট। সমস্ত শক্তির মিলিত উদ্যোগে তৃণমূল বিজেপি কে পরাস্ত করতে আগামী বিধানসভা নির্বাচনে লড়তে চাইছে বামফ্রন্ট। দলীয় কর্মসূচিতে মালদায় এসে মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম এবং মালদা জেলা সম্পাদক অম্বর মিত্র।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু জানান, বাংলার মাটিতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই না করলে সাম্প্রদায়িক শক্তিকে জনমানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ভাবেই বিজেপি এবং তৃণমূল কে একহাত নেন তিনি

Related posts

ডাকাতি করার আগেই পুলিশের জালে ২ ডাকাত

E Zero Point

অধিকার আদায়ের দাবীতে মহানগরে ২৮ জানুয়ারিতে আবার শান্তিপূর্ণ মিছিল

E Zero Point

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জামালপুরের বিশিষ্ট তৃণমূল নেতা

E Zero Point

মতামত দিন