05/10/2022 : 5:06 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গনাদনঘাটপূর্ব বর্ধমান

শোলে সিনেমার বীরুর দেখা মিললো নাদনঘাটে

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, নাদনঘাট, ২ জুলাই ২০২১:


এ যেন শোলে সিনেমার বীরু। বাসন্তীর জন্য সোজা উঠে পরে জলের টাঙ্কের উপর। সিনেমার ঘটনার বাস্তবে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটে। নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক হঠাত্ই নাদনঘাট থানার অন্তর্গত নাদনঘাট এলাকায় একটি টাওয়ারের উপর উঠে বসে। খবর যায় নাদনঘাট থানার পুলিশের কাছে। এরপরই নাদনঘাট থানা পুলিশ তৎপরতার সাথে ঘটনাস্থলে পৌঁছায়। মাইকের সাহায্যে বারবার প্রচার করে ওই যুবককে নামার অনুরোধ জানালেও কিছুতেই ওই যুবক টাওয়ার থেকে নাম ছিল না।

নাদনঘাট থানা সূত্রে জানা যায় প্রেমিকার সাথে মনোমালিন্যের জেরে, অভিমানী যুবক নেশাগ্রস্ত অবস্থায় টাওয়ারের ওপরে উঠে পড়ে, সেখান থেকে আত্মহত্যার চেষ্টা করে সে, পুলিশের তৎপরতায় ওই যুবকের এক বন্ধু ও তার মায়ের সহযোগিতায় ওই যুবক টাওয়ার থেকে নামে।

এরপরই ওই যুবককে নাদনঘাট থানায় নিয়ে গেছে নাদনঘাট থানা পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নাদনঘাট এলাকায়. আজ দুপুরের পর থেকে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় টাওয়ার থেকে নামে ওই যুবক।

Related posts

বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে কাজে যেতে হবে নাঃ সায়ন্তন বসু

E Zero Point

যুব কংগ্রেস কর্মী মানস ব‍্যানার্জীর শহীদ দিবস পালন বর্ধমানে

E Zero Point

স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি

E Zero Point

মতামত দিন