02/05/2024 : 3:33 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি হাটপুকুর ঘাটে ছটপুজোর সমাগম

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ নভেম্বর ২০২০:


বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের উৎসবের মরশুম শেষ হয়ে আসছে। চারপাশে বিষণ্ণতার সুর। এর মাঝেই শেষ গানের রেশ নিয়ে চলে এল ছট পুজো। ছট পুজো মূলত বিহারিরা শুরু করেছিলেন বহু বছর আগে। কিন্তু ছট পুজো উদযাপন শুধু বিহারি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। সারা দেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষ এখন এই উৎসবকে আপন করে নিয়েছেন।

ছট মানে ছট মাইয়া। সূর্যের আরেক নাম। সূর্যকেই পুজো করা হয় ছট পুজোয়। কার্ত্তিক মাসের অমাবস্যার পর ষষ্ঠীতে এই পুজো হয়। আজ মেমারি ছট পূজা কমিটির উদ্যোগে মেমারি হাটপুকুর ঘাটে প্রতি বছরের মতো এবছরও ছট পুজোর আয়োজন করা হয়েছে। উক্ত পূজাস্থলে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, মেমারি শহর তৃনমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত চ্যাটার্জী, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার , মেমারি পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সামসুল হক মীর্জা, চিরঞ্জিত ঘোষ, মেমারি ছট পূজা কমিটির সভাপতি মুকেশ শর্মা ও সম্পাদক সুনীল মন্ডল সহ প্রমুখ। মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম সমস্ত বিহারী সমাজকে ছটপুজোর শুভেচ্ছা জানান।

Related posts

দেওয়াল লিখে পৌর ভোট প্রচার শুরু মেমারিতে

E Zero Point

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কমিটি চূড়ান্তঃএক নজরে দেখে নিন কে কে আছে শহর কমিটিতে

E Zero Point

গঙ্গাজলে মেমারির রাস্তা শুদ্ধকরণ

E Zero Point

মতামত দিন