28/03/2024 : 11:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপুরুলিয়াপূর্ব বর্ধমানমেমারি

‘পরশপাথর’-এর ছোঁয়ায় উষ্ণতা ফিরে পেলো অসহায় মানুষেরা

জিরো পয়েন্ট নিউজ – স্বদেশ মজুমদার, ৮ ডিসেম্বর, ২০২০:


স্বপ্ন একটা কিছু করে দেখানোর। সমাজগঠনের প্রক্রিয়াতে একটু হাত লাগানো। একই পৃথিবীর বাসিন্দা হওয়া সত্ত্বেও কিছু মানুষ এখনও বঞ্চিত। কোন না কোন ভাবে বিভিন্ন মানুষ একক ভাবে কিংবা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

মেমারি থেকে ২৫০ কিলোমিটার দূরে পুরুলিয়ার বান্দোয়ানে অসহায় ২০১ টি আদিবাসী ও শবর পরিবারে মধ্যে কম্বল তুলে দিয়েছেন পরশপাথরের সদস্যরা। ঘোলহুড়া, পোঁপোঁ, পারগোড়া, ঘাঁটিগুলি, মাংলা, ডাঙ্গরজুড়ি, বুড়িগড়া গ্রামে পরশপাথর শুধু কম্বলই নয় তার সাথে পৌঁছে দিয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে সংগ্রহ করা পুরাতন পোষাকও।

পরশপাথরের সম্পাদক দিলীপ চক্রবর্তী জানান যে, আমরা সেইসমসমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ যারা সামাজিক মাধ্যমে আমাদের আহ্বানকে সমর্থন করে সাহায্য করেছেন।

পরশপাথরের সভাপতি বাসুদেব সু  জানান যে, মেমারী ও সংলগ্ন এলাকাতেও বেশ কিছু দুঃস্থ মানুষ আছেন যাঁরা এই শীতে কষ্টে রয়েছেন। তাই আমরা স্থির করেছি পুরুলিয়ার পর এবার ‘উষ্ণতার পরশ’ কর্মসূচী মেমারিতেও করা হবে। আগামী ২৫শে ডিসেম্বর কম্বল বিতরণ করা হবে।

 

Related posts

ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ৪০বছর

E Zero Point

কালনায় মাঠে কাজ করার সময় বাজে মৃত্যু

E Zero Point

মেমারিতে কৃষক-স্বার্থে বিজেপির ডেপুটেশনঃ দেখা করলেন না কৃষি আধিকারিক

E Zero Point

মতামত দিন