29/03/2024 : 6:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে কৃষক জাঠা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৮ ডিসেম্বর ২০২০:


রবিবার বিকালে মেমারি পৌরসভার ৫ নং ওয়ার্ডের মাঠপাড়াতে সিপিআইএম কর্মী ও কৃষকেরা জমায়েতে হয়ে কৃষক জাঠা করলো সিপিআইএম মেমারি দক্ষিণ ১,২, ৩ ও ৪ শাখার উদ্যোগে।

পদযাত্রা মাঠপাড়া, সুলতানপুর, ডিভিসি পাড়া, খাঁড়ো, চকদিঘী মোড়, কৃষ্ণবাজার হাটপুকুর হয়ে সিআইটিইউ লরি ইউনিয়নের অফিসের সামনে শেষ হয়।
কৃষকজাঠার সিপিআইএম কর্মীরা।


সর্বনাশা কৃষি আইনের প্রতিবাদে জোরালো আওয়াজ তুলে পদযাত্রা করে।
মিছিলের সামনের সাড়িতে ছিলেন প্রশান্ত কুমার, পিন্টু ভট্টাচার্য, অনিল মুখার্জী, তড়িৎ রায় সহ অন্যান্য নেতৃত্বরা।


সিপিআইএম নেতা পিযুষ বিশ্বাস জানান যে, দিল্লিতে একমাস ধরে যে কৃষক আন্দোলন চলছে তাকে আমরা সমর্থন করছি।

কেন্দ্রের কালো কৃষি আইন ও বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। কৃষকের ফসলের লাভজনক দাম দিতে হবে। সরকারি ব‍্যবস্থাপনায় ঘোষিত মূল্যে সমস্ত কৃষকের কাছে ধান কিনতে হবে।

এই কৃষক জাঠা মেমারি শহর ছাড়াও আমাদপুর, পাল্লারোড, রসুলপুরে সংগঠিত হয়।

Related posts

হিন্দু মৃত যুবকের সৎকার কাজে এগিয়ে এলেন মুসলিম ছেলেরা

E Zero Point

আদিবাসী সংস্কৃতির ধারাকে বহন করতে আদিবাসী মেলা জামালপুরে

E Zero Point

বর্ধমান ১ ও ২ ব্লকে  ‘অবস্থান ও বিক্ষোভ ‘ কর্মসূচিতে

E Zero Point

মতামত দিন