06/05/2025 : 10:09 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

স্বাস্থ সাথির কার্ড তৈরিতে ব্যাপক ভিড় রানীরহাটে

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৭ ডিসেম্বর, ২০২০:


মেখেলিগঞ্জ মহকুমার অন্তর্গত রানীরহাট অঞ্চলে,পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ দুয়ারে সরকার কর্মসূচির পাশাপাশি স্বাস্থসাথির যে প্রকল্পর কাজ চলছে গোটা ব্লকজুড়ে l সেইমতো, আজ মেখেলিগঞ্জ মহকুমার অন্তর্গত রানীরহাট অঞ্চলে স্বাস্থ সাথির কার্ড তৈরী করতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেলো l

পূর্ব ঘোষণা অনুযায়ী, স্বাস্থসাথির কার্ড থাকলে তার বিনামূল্যে করা হয় l আর সে কারণেই স্বাস্থ সাথির কার্ড তৈরিকরতে স্থানীয় অঞ্চলে ব্যাপক ভিড় আমজনতার l এদিনের এই কার্ড তৈরি করার জানা জানি হতেই সকাল থেকেই অঞ্চল অফিস এর সামানে লম্বা লাইন লাগে সাধারণ মানুষের l আর সেই ভিড় সময়ের সাথে সাথে ক্রমশ বাড়তে থাকে l

রানীরহাট অঞ্চলের প্রধান ফুলেশ্বর রায়জানান l স্বাস্থসাথির কার্ড তৈরিতে অঞ্চল প্রাঙ্গনে আমজনতার যে ভিড় ছিল সেটা সত্যি, মোটামুটি ২ টা নাগাদ কিছু যান্ত্রিক গোলযোগের কারণে কাজের গতি কিছু টা পিছিয়ে যায় l পরে অবশ্য ঘন্টা খানেকের চেষ্টায় সমস্যার সমাধান করে, ফের কাজ শুরু হয় l তিনি আরো জানান , পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা আমরা পালন করতে চেষ্টা করে যাচ্ছি l তার পাশাপাশি দুয়ারে সরকার এর যে কর্মসূচির সুবিধা থেকে কেউ যাতে বঞ্চিত না হয়,তার জন্য আমরা জোর প্রচার চালাচ্ছি l

Related posts

কয়লা মামলায় সিবিআইয়ের এক্তিয়ার নিয়ে রায়দান স্থগিত

E Zero Point

মঙ্গলকোটে একরাত্রি ব্যাপী কাবাডি প্রতিযোগিতা

E Zero Point

সংবাদ মাধ্যমের খবরে বেহাল এস টি কে কে সড়ক পরিদর্শনে এলেন স্বয়ং কালনা মহকুমা শাসক

E Zero Point

মতামত দিন