24/04/2024 : 5:26 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে বিবেক চেতনা উৎসব ও লোক সংস্কৃতি উৎসব

জিরো পয়েন্ট নিউজ – লক্ষণ দেবনাথ, পূর্বস্থলী,  ১২ জানুয়ারি ২০২১:


স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন সারাদেশে পালিত হচ্ছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরে অনুষ্ঠিত হচ্ছে বিবেক চেতনা উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি শম্পা ধারা সহ একাধিক ব্যক্তি বর্গ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত স্বামি বিবেকানন্দের ১৫৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিবেক চেতনা উৎসব। ২১  তম বর্ষে পা দিল লোক সংস্কৃতি উৎসব কৃষি ও আদিবাসী প্রতিযোগিতা মেলা। করোনা আবহে সমস্ত বিধিনিষেধ পালন করে হচ্ছে এ বছরের মেলা থাকছেনা কোনো আন্তর্জাতিক ছোঁয়া। শুধুমাত্র রাজ্যের বিভিন্ন লোকসংস্কৃতি শিল্পী দিয়ে হচ্ছে এবছরের মেলা।  মেলার উদ্বোধন করলেন বর্ধমান জেলার সভাধিপতি সম্পা ধারা।

অন্যদিকেপূর্বস্থলী ১ নম্বর ব্লকের দক্ষিণ বাটির পালিত হল বিবেক চেতনা উৎসব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমুদ্রগড় পঞ্চায়েত প্রধান সোমা রানী বৈদ্য , বিশিষ্ট সমাজসেবী অলক বিশ্বাস ও গোপাল মহন্ত, বাপ্পা বিশ্বাস, সন্দিপ্ত ঘোষ, কিশোর ধারা সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ। এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

Related posts

মৎস্য চাষের উপকরণ বিতরণ মেমারিতে

E Zero Point

“পথশ্রী” প্রকল্পে রাস্তার উদ্বোধন করেন বিধায়ক নিশীথ কুমার মালিক

E Zero Point

করোনাকালে বৈশাখী উৎসব কমিটির মানবিক মুখ

E Zero Point

মতামত দিন