18/04/2024 : 8:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আকাশ পর্যবেক্ষন ও স্লাইড শো মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ২১ মার্চ ২০২১:


শনিবার মামুন ন্যাশনাল স্কুল মেমারি হাটপুকুরে  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মেমারি ১ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে একটি বিজ্ঞান মনস্কতা শিবিরের আয়োজন করা হয়। মূল আলোচক ছিলেন পূর্ব বর্ধমান জেলার বিজ্ঞান মঞ্চের সম্পাদক আশুতোষ পাল এবং জয়দেব নায়েক ।

মূলত ছাত্রদের বিজ্ঞান মনস্ক হওয়ার ওপরে আলোচনা এবং সূর্যের শক্তির উৎস, ধূমকেতু, সূর্যগ্রহণ ইত্যাদির ওপর স্লাইড সহযোগে আলোচনা হয়। রবিবার ওই বিদ্যালয় এ আকাশ পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

প্রায় আড়াইশো ছাত্রদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সানাউল্লাহ মণ্ডল মহাশয়ের সক্রিয় উদ্যোগ এবং অন্যান্য শিক্ষকদের সহযোগিতা ছিল প্রশংসনীয়।

বিজ্ঞান মঞ্চের তরফে উপস্থিত ছিলেন অমিত বিশ্বাস, অশোক ঘোষ, বৈদ্যনাথ হাঁসদা প্রমুখ। রবিবার বিকালে বিদ্যালয়ের বাকি ৩০০ ছাত্রদের জন্য একই কর্মসূচি নেওয়া হয়েছে। সন্ধ্যায় টেলিস্কোপ এর মাধ্যমে আকাশ পর্যবেক্ষণে প্রত্যক্ষ কর্মসূচি নেয়া হয়েছে।

Related posts

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল, বিক্ষোভ

E Zero Point

মেমারি পৌরসভার প্রশাসকের উপস্থিতিতে শহীদ স্মরণসভা

E Zero Point

সম্পত্তির জন্য হাতের আঙ্গুল কেটে নিলো ভাসুর

E Zero Point

মতামত দিন