04/05/2024 : 11:07 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

১৩৫৫ লিটার নামী কোম্পানির নকল ইঞ্জিন ওয়েল উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ– অনন্যা সাঁতরা পাল ও মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১ ফেব্রুয়ারি ২০২৪ :


নকল ও ভুয়ো সংক্রান্ত সংবাদ শিরোনামে বারবার মেমারি, জামালপুরের নাম। কখনও ভুয়ো ফায়ার অফিসার অথবা ইভি অফিসার  সেজে মানুষকে প্রতারনার খবর তো আগেই জেনেছেন। এবার নামী কোম্পানীর নকল ইঞ্জিন অয়েলের ব্যবসা।

বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারির কেজা থেকে প্রায় ১৩৫৫ লিটার নকল ইঞ্জিন ওয়েল উদ্ধার উদ্ধার করলো মেমারি থানার পুলিশ ।
গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায় কেজা গ্রামের সৈয়দ মাকসুদ হোসেনের বাড়িতে ।  বাড়ির গোডাউনেই নামি কোম্পানির একাধিক ব্র্যান্ডের লোগো নকল করে ইঞ্জিন অয়েল মজুদ করে চলছিল বেআইনি কারবার।

১৩৫৫টি এক লিটারের জার উদ্ধার করেছে পুলিশ।  তিনটি নামি কোম্পানির ব্র্যান্ড নকল করে পিচবোর্ডের পেটিতে মজুদ করা ছিল মোবিল এর জার গুলো। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত সৈয়দ মাকসুদ হোসেনের । অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে মেমারি থানার পুলিশ ।

জানা যায় মেমারির কেজা এলাকার বাসিন্দা সৈয়দ মাকসুদ হোসেন নিজে মোবিল ইঞ্জিন অয়েল তৈরি করতেন । বাজার চলতি নামিদামী কোম্পানির ইঞ্জিন অয়েলের লেভেল সাঁটিয়ে সেই মোবিল বিক্রি করতেন স্থানীয় বাজারে অধিক মুনাফা লাভের জন্য ।

Related posts

অভিমানিনী গৃহবধূকে উদ্ধার বর্ধমানে

E Zero Point

কাগজপত্রের ফাঁসে মৃত্যু হলো করোনা আক্রান্ত মহিলারঃ বর্ধমানে উত্তেজনা

E Zero Point

মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বর্ধমানে

E Zero Point

মতামত দিন