26/04/2024 : 1:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

উদ্বৃত্ত খাবার বিলি বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৭ জানুয়ারি ২০২১:


কথায় আছে বেঁচে যাওয়া খাবর ফেলতে নেই তাই অন্নপ্রাশনে বেঁচে যাওয়া খাবার বিলি করা হল পল্লিমঙ্গল সমিতির পক্ষ থেকে। বুধবার  মুখে ভাত ছিল আদ্রিক আদকের। পূর্ব বর্ধমানের পালসিটের স্বস্তি পল্লীতে মামার বাড়িতে হয় অনুষ্ঠান হয়।

সেখানে বেঁচে যাওয়া ভাত ডাল মাছ তরকারী মিষ্টি সহ ৭ রকম পদ খাওয়ানো হল ভবঘুরেদের। এদিন প্রায় ১৭০জন মানুষ পেট ভরে খাবার খান। পল্লিমঙ্গল সমিতির তরফে সভাপতি নিমাই চন্দ্র মুখার্জী জানান খাবার অপচয় রোধে আমাদের এই উদ্যোগে আদ্রিক এর পরিবার সামিল হওয়ার জন্য ধন্যবাদ।

Related posts

করোনা পর্বে কাজ নেই স্থানীয় সঙ্গীত ও যন্ত্র শিল্পীদের

E Zero Point

কবিগুরুর প্রয়াণদিবসে রক্তদান শিবির

E Zero Point

অরঙ্গাবাদে অনুষ্ঠিত হল সাহিত্য পত্রিকা এবং একক বই উদ্বোধন, সাহিত্য আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন