27/04/2024 : 5:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমানমেমারি

মেমারিতে শ্রমিক মেলার উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১০ জানুয়ারি ২০২১:


শ্রমদপ্তর বর্ধমান সদর দক্ষিণ মহাকুমার আয়োজনে রবিবার মেমারি নতুন বাসষ্ট্যান্ডে শ্রমিকমেলার উদ্বোধন করলেন শ্রমদপ্তরের প্রধান সচিহ বরুণ কুমার রায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত, যুগ্ম শ্রম কমিশনার পার্থ বিশ্বাস, বর্ধমান সদর দক্ষিন সহ শ্রম কমিশনার সৌমেন মজুমদার, বর্ধমান সদর উত্তর সহ শ্রম কমিশনার অভিক নন্দী, কাটোয়া সহ শ্রম কমিশনার বিদেশ মন্ডল,

মিনিমাম ওয়েজেস বোর্ডের চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক অধ‍্যাপক ডঃ আবুল হাসেম মন্ডল, মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী, মেমারি পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, সহ সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মধুসূদন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।

মেলা চলবে ১০ ও ১১ জানুয়ারি প্রতিদিন দুপুর ২ টো থেকে ৭টা পর্যন্ত। মেলায় অসংগঠিত ক্ষেত্রের অন্তর্গত বিভিন্ন পেশায় নিযুক্ত শ্রমিক যারা সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছেন তাগের মৃত্যুজনিত আর্থিক ক্ষতিপূরণ, ভবিষ্যনিধি প্রকল্প ইত্যাদির আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শ্রমিক মেলা থেকে মোট ৩৩৩ জনকে মোট ২৭,৫২,৫৯৯ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। তার মধ‍্যে উল্লেখযোগ্য মেমারি বাসিন্দা শের খান রেলে হকারি কাজ করাকালীন রেলে দুটি পা কেটে বাদ চলে যায়। ঐ ব‍্যক্তিকে অ‍্যাসিস্ট‍্যান্ট লেবার কমিশনার চব্বিশ ঘন্টার মধ‍্যে বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে দুই লাখ টাকার আর্থিক সহায়তা চেক তুলে দেন। মৃত্যুকালীন পঞ্চাশ হাজার টাকার চেক পরিবারের হাতে দশ জনকে, সামাজিক মুক্তি কার্ড তুলে দেওয়া হয় ৪০ জনের হাতে।

এছাড়াও একসময়ে শিশু শ্রমিক,  বর্তমানে স্কুলে পাঠরত প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কৃতি ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়। সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক কল্লোল কোনার।

Related posts

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের উদ্বোধন

E Zero Point

মাস্ক না থাকায় যুবক আটক

E Zero Point

কাটোয়ায় কেন্দ্রীয়নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী

E Zero Point

মতামত দিন