18/04/2024 : 12:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে সবলা মেলা জমজমাট

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ১৬ জানুয়ারি ২০২১:


শীতের বাজারে বর্ধমান শহরের প্রাণ কেন্দ্রে কোর্ট চত্বরে জেলার নানা প্রান্তের স্বনির্ভর গোষ্টি গুলির হাতের কাজ ক্রেতাদের কাছে সরাসরি বিক্রীর ব্যবস্থা করতে আয়োজিত হয়েছে জেলা সবলা মেলা।

হাতের কাজ মানে শুধু ঘর সাজাবার জিনিষ কিংবা শাড়ি বা টেডি বিয়ার নয় , নানা রকম লোভনীয় পদও রয়েছে স্টল গুলিতে ! চিকেন স্টিক , বাঁধাকপির পকোড়া থেকে পিঠে বা পাটিসাপ্টাও বাদ যাচ্ছে না !!

মঞ্চের অনুষ্ঠান দেখতে দেখতে এইসবের স্বাদ নিচ্ছেন ক্রেতারা ; জেলার নানা প্রান্তের নানারকমের হাতের কাজ একছাদের নিচে পেয়ে স্বভাবতই খুশি ক্রেতারা।

এমনই ক্রেতা শুভদীভ মন্ডল , অত্রি চ্যাটার্জীরা জানালেন দামের স্বাদে গুণগত মান সবই খুব ভালো ; বেশ কিছু জিনিষ কিনলাম ; সামনা সামনি ঝুড়ি বোনা দেখতে পেয়ে দারুণ লাগল।

Related posts

দাঁইহাট পৌরশহরে ১৪ টি ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের শহিদ দিবস পালন

E Zero Point

চলন্ত মারুতি গাড়িতে আগুন মেমারিতে, প্রাণে বাঁচলেন যাত্রীরা

E Zero Point

মৃত্যুর আগেই পারলৌকিক ক্রিয়ার দায়িত্ব অর্পণঃ মেমারিতে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষকের অভিনব উদ্যোগ

E Zero Point

মতামত দিন