25/04/2024 : 10:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৮ জানুয়ারি ২০২১:


থ্যালসেমিয়া আক্রান্তদের জন্য দক্ষিন মেমারি খাঁড়ো যুবক সংঘ দীর্ঘদিন ধরে নিষ্ঠার সাথে মেমারির বুকে রক্তদান সহ অন্যান্য সেবামূলক কার্যক্রম সংগঠিত করে। রবিবার থ্যালসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ২৪ তম রক্তদান শিবির আয়োজিত করলো সংস্থাটি। এবছর করোনার বিধি নিষেধের কারণ অধিক সংখ্যায় রক্তদাতা থাকলেও ৫০ জন মহিলা রক্তদান করেন।

সকাল থেকেই অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসব শুরু হলেও সম্প্রীতি উৎসবের শুভ সূচনা লগ্নে ক্লাব পতকা উত্তোলন করেন মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী।

এছাড়াও জেলা শাসক পূর্ব বর্ধমান ও মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগমের তহবিলে দক্ষিন মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি মঞ্চের উদ্বোধন করেন বিধায়িকা নার্গিস বেগম।

উৎসব উপলক্ষে চার দলীয় সম্প্রীতি কাপ ক্রিকেট প্রতিযোগিতায় মেমারি বিডিও প্রশাসন, এসডিপিও একাদশ, মেমারি থানা একাদশ, এমএলএ একাদশ টিম অংশগ্রহণ করে। সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় সামন্ত, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত্য চট্টোপাধ্যায়, মেমারি ১ বিডিও ডঃ আলী মোহাম্মদ অলি উল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, জেলা তৃণমূল যুব তৃনমূলের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি, শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা সহ অন্যান্যরা।

 

Related posts

বর্ধমানে মা বাবার মন্দির-এক অনন্য নজীর

E Zero Point

পুজোর খরচা বাঁচিয়ে দুঃস্থদের বস্ত্রদান

E Zero Point

স্বাস্থ্য সুরক্ষায় নতুন পথের দিশা “শিওরাইট” আপ

E Zero Point

মতামত দিন