26/04/2024 : 10:23 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে রেল ফুটওভার ব্রিজের স্লাব ভেঙে পরলো

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৮ জানুয়ারি ২০২১:


হাওড়া বর্ধমান মেন লাইন শাখার মেমারি স্টেশন এর ঘটনা। সোমবার ফুটওভার ব্রিজের স্লাব ভেঙে নিচে পড়ল।


স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল দশটা পনেরো নাগাদ ওভার ব্রীজ দিয়ে ট্রেন ধরতে যাওয়ার সময় এক যুবক ব্রিজের স্লাব ভেঙ্গে নিচে পড়ে যায়। যদিও ওই অংশটি উচ্চতা কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ওই যুবক। আহত ওই যুবকের বাড়ী রসুলপুর এলাকায়। যদিও তার নাম জানা যায়নি।


স্থানীয় স্বরুপ দাস বলেন, দীর্ঘ লকডাউনে রেলের রক্ষণাবেক্ষণ হলেও, কার্যত অবহেলিত থেকে গেছে ফুটওভারব্রিজ। তার জন্যই জরাজীর্ণ চেহারা নিয়েছে এই ফুটওভার ব্রিজ । তাদের আরও অভিযোগ, রেল কর্তৃপক্ষের গাফিলতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছে।

রেলযাত্রীদের ক্ষোভ থার্ড লাইনের উপর নতুন ওভারব্রীজ হলেও পুরাতন, ওভারব্রীজের কোন রক্ষানাবেক্ষন করছে না রেল কর্তৃপক্ষ।

যদিও দুর্ঘটনা ঘটার পর তড়িঘড়ি রেল কর্তৃপক্ষকে দেখা যায় ওই অংশটি রক্ষণাবেক্ষণ করতে। তবে প্রশ্ন উঠছে দুর্ঘটনা ঘটার পরেই কেনো টনক নড়ে রেল কর্তৃপক্ষের? যে অংশে দুর্ঘটনা ঘটলো সেই অংশটি না হয় রক্ষণাবেক্ষণ হলো। কিন্তু অবহেলিত থেকেই গেল সমগ্র রেল ফুটওভার ব্রিজ। সাথে রইল একরাশ বড়সড় দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা।

Related posts

বৌমাকে ধর্ষণের চেষ্টাঃ যৌনাঙ্গ কাটা পড়লো শশুরের

E Zero Point

ছেলের হাতে মারধর ও প্রাণনাসের হুমকি পেয়ে পুলিশ সুপারের দারস্থ বৃদ্ধা

E Zero Point

মেমারিতে মুগুরের আঘাতে মৃত বাবা, গ্রেপ্তার ছেলে

E Zero Point

মতামত দিন