30/03/2024 : 8:42 AM
আমার বাংলা

নেতাজির স্মরণে মনুমেন্ট তৈরি হবে রাজারহাটেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২২ জানুয়ারি ২০২১:


আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানান, নেতাজির স্মরণে একটি মনুমেন্ট তৈরি হবে রাজারহাটে। তার নাম দেওয়া হবে আজাদ হিন্দ ফৌজ। নেতাজির নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হবে। সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের গাঁটছাড়া থাকবে। এ বছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড উৎসর্গ করা হবে নেতাজির উদ্দেশ্যে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর ১২টা ১৫মিনিটে শ্যামবাজার পাঁচমাথার নেতাজির মূর্তির পাদদেশ থেকে রেড রোডে সামনে নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত শোভাযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দেশনায়ক দিবস হিসাবে পালন করবে রাজ্য সরকার। অনেক আগেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি সকল রাজ্যবাসীকে দুপুর ১২টা ১৫মিনিটে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অন্যান্য অভিবাদন  ধ্বনি দিয়ে নেতাজির জন্ম মুহূর্ত স্মরণ করতে অনুরোধও করেছিলেন। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়েই বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য় সরকার। একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল। সেই কমিটিতে রয়েছেন একাধিক বিশিষ্টজন।

Related posts

মেমারি বড়পলাশনে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

E Zero Point

আসানসোলে উন্নয়ন মুলক কাজের উদ্বোধনে মন্ত্রী

E Zero Point

কালনা কলেজে ধুন্ধুমারঃ গোষ্ঠীদ্বন্দ্বে মাথা ফাটল ছাত্রের

E Zero Point

মতামত দিন