29/03/2024 : 7:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নেটওয়ার্ক না থাকার জন্য, চরম সমস্যার সম্মুখীন ছাত্র-যুব

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২৬ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক এর আটঘরা গ্রাম এলাকায় মোবাইলের নেটওয়ার্ক না থাকার জন্য চরম সমস্যায় পড়েছে ছাত্র-যুব থেকে সকলেই।
স্থানীয় সূত্রে খবর গত দু’মাস আগে এই এলাকায় নেটওয়ার্ক ভালো ছিল। দুমাস আগে গ্রাম একটি জিও কোম্পানির টাওয়ার বসে।

গ্রামের মানুষ ভেবেছিল তারা হয়তো আরো ভালোভাবে নেটওয়ার্ক পাবেন।
কিন্তু দুমাস হল তারা কোন নেটওয়ার্ক পারছেননা আটঘরা গ্রাম এলাকায়।

চরম সমস্যায় পড়েছেন ছাত্র-ছাত্রী থেকে সকলেই।

আটঘরা গ্রামের ছাত্র মিলন রায় জানান, আর কয়েক দিনের মধ্যেই পরীক্ষা, সেই পরীক্ষা অনলাইনে হচ্ছে। নতুনহাট বাজারে গিয়ে আমাদের অনলাইনে ক্লাস করতে হচ্ছে। চরম সমস্যার মধ্যে রয়েছি আমরা চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক।

কবে এই সমস্যার সমাধান হবে সকলেই তাকিয়ে প্রশাসনের দিকে।

Related posts

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল মেমারি শহরে

E Zero Point

মেমারিতে রেল গেট পরিদর্শনে রেল আধিকারিক

E Zero Point

লকডাউনের মধ্যেই পুলিশের মানবিক ভূমিকা

E Zero Point

মতামত দিন