27/04/2024 : 6:32 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

তিস্তার দুই পারের লক্ষাধিক জনজীবনে আমূল পরিবর্তনের পথে

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৬ জানুয়ারি ২০২১:


সমাপ্ত হওয়ায় পথে জয়ীর কাজ ,তিস্তার দুই পারের লক্ষাধিক জনজীবনে আমূল পরিবর্তনের পথে ,যোগাযোগ ব্যবস্থা সঙ্গে ঘটবে অর্থনীতির ব্যপক উন্নয়ন !

কোচবিহারের মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে নির্মীয়মান জয়ী সেতুর কাজ প্রায় সমাপ্ত হওয়ায় দিকে ,দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটছে তিস্তার দুই পারের বাসিন্দাদের৷

আগামী ফেব্রুয়ারি মাসে সেতুর উদ্বোধন হতে পারে এমনটাই জানা গেছে৷কোচবিহার মেখলিগঞ্জ মহকুমার তিস্তা নদীই একমাত্র মেখলিগঞ্জ মহকুমাকে দুই ভাগে বিচ্ছিন্ন করে রেখেছে ৷মেখলিগঞ্জ মহকুমার মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি দুটি আলাদা প্রশাসনিক এলাকা ৷দুটি প্রশাসনিক এলাকাকে আলাদা করেছে তিস্তা নদী ,তিস্তার দুই পারের যোগাযোগের চরম প্রতিবন্ধকতার অবসান ঘটতে চলেছে৷

এতদিন পর্যন্ত ,তিস্তা নদীর গর্ভে নৌকায় ঝুঁকি নিয়ে দুই পারের বাসিন্দাদের মধ্যে যোগাযোগ চলত ,বর্ষায় জীবন ঝুঁকি নিয়ে হলদিবাড়ির বাসিন্দাদের আসতে হতো মুলপ্রশাসনিক এলাকা মেখলিগঞ্জে৷আবার ,অনেকেই ঘুরপথে জলপাইগুড়ি শহর হয়ে ১১০ কিমি পথ পেরিয়ে আসতে হতো মেখলিগঞ্জ মহকুমা শাসক দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরে৷এবার সেতু নির্মানের অবশিষ্ট কাজ সমাপ্ত হওয়া দিকে এতে আনন্দে এবং খুশিতে তিস্তার দুই পারের কয়েক লক্ষ মানুষ৷

Related posts

মোবাইলে প্রেম, বিবাহিত প্রেমিকের বাড়িতে প্রেমিকা হাজির

E Zero Point

পশ্চিম বর্ধমানের অধ্যাপিকা মোনালিসা দাস কি পার্থ ঘনিষ্ঠ? ইডির কড়া নজরে

E Zero Point

‘বিনা চিকিৎসায়’ ছেলের মৃত্যু, তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ মা

E Zero Point

মতামত দিন