30/04/2024 : 1:48 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সংবাদ মাধ্যমের খবরে বেহাল এস টি কে কে সড়ক পরিদর্শনে এলেন স্বয়ং কালনা মহকুমা শাসক

আলেক শেখ, কালনা,  ২৪  জুলাইঃ


এস টি কে কে সড়কের বেহাল অবস্থা নিয়ে দৈনিক গণশক্তিতে খবর প্রকাশিত হতেই টনক নড়ে প্রশাসনের। শুক্রবার  বেলা ১২  টায়  কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি পূর্তের (সড়ক)  এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিপদতারন  মন্ডলকে  সাথে নিয়ে সড়ক পরিদর্শন করবেন বলে সাংবাদিকদের বার্তা  দেওয়া হয়।   কিন্তু শুক্রবার সরেজমিন  পরিদর্শনের আগেই   সড়কের খানাখন্দ, ডোবা পাথর দিয়ে ভরাট করে দেওয়া হয়। এদিন কালনা মহকুমা শাসক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান– বর্ষার মধ্যে সড়কের পাকাপাকি কাজ করা যাবেনা।  বর্ষার পর সেই কাজ শুরু করা  হবে।  তবে জন সাধারণের যাতে অসুবিধা না হয়, তারজন্য খানাখন্দ ভরাটের কাজ চলবে।  এই ব্যাপারে  সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও  ঠিকাদারের প্রতিনিধি  সুকুমার পালকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দ্দেশ দেন। উল্লেখ্য গত ২২ জুলাই দৈনিক গণশক্তিতে এস টি কে কে সড়কের বেহাল দশার ছবি সহ  সংবাদ প্রকাশিত হয়। সেই খবর প্রকাশের  পর কালনা মহকুমা শাসক দপ্তর থেকে গণশক্তির প্রতিবেদকের নিকট উল্লেখিত সড়কের বেহাল  দশার স্পটগুলি জেনে নেওয়া হয়।

সেই মত শুক্রবার কালনা মহকুমা শাসক স্পটগুলি পূর্ত ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে  সড়ক পরিদর্শন করার কথা ঘোষণা করেন।  উল্লেখ্য  এস টি কে সড়ক সম্প্রসারণ শুরু হওয়ার পর থেকেই এই সড়ক ভয়াবহ ওঠে।   ধুলো বালি ওড়া,  খানাখন্দে ভরে ওঠা,  দুর্ঘটনা একটার পর একটা লেগে থাকা কোনটাই বাদ যায়নি।  প্রতিবাদে স্থানীয় বাসিন্দারাও একের পর এক সড়ক অবরোধ করে গেছে,  আর প্রশাসনের পক্ষ থেকেও তালে তাল মিলিয়ে  শুনিয়ে গেছে সড়কের হাল ফেরানোর আশ্বাস বাণী।    সড়কের  হাল ফেরানোর নামে একটার একটা প্রশাসনের পক্ষ থেকে  পর্যালোচলা সভা করা হয়েছে। কিন্তু এস টি কে কে সড়কের অবস্থা  যে তিমিরে ছিল,  সেই তিমিরেই থেকে গেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।  এই সড়ক নির্মাণের অগ্রগতি নিয়ে গত জুন মাসের ২৫ তারিখে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় পূর্বস্থলী- ১  নং ব্লকের সভাকক্ষে।  এই সভায় অংশগ্রহন করেন– কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি, বিডিও নীতিশ বালা, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,  পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারবৃন্দ।  সভা শেষে মহকুমা শাসক  ঘোষণা করেন– সড়কের  খানাখন্দ, গর্ত দ্রুত ভরাট করা হবে এবং রাস্তার পাশ দিয়ে নিকাশি ব্যবস্থা করা হবে যাতে জল বেরিয়ে যেতে পারে। রাস্তার ধারে  সাধারণ মানুষের জমিয়ে রাখা বালি, পাথর সব  সরিয়ে  ফেলা হবে। তিনি আরো  বলেন, কালনা ১ ও ২ নম্বর ব্লক এবং পূর্বস্থলী ১ ও ২ নং ব্লকে  পৃথক ভাবে কাজ শুরু করা হবে।  কিন্তু সেই ঘোষণা মোতাবেক কাজ হয়নি বলেই এস টি কে কে সড়ক আরো বেহাল হয়ে ওঠে।  কিন্তু কালনা মহকুমা শাসকের  শুক্রবার সড়ক পরিদর্শনের ঘোষণা হতেই যুদ্ধকালীন তৎপরতায় সড়ক মেরামতের কাজ শুরু করা হয়।  এই দেখে সাধারণ মানুষও খুশি।

Related posts

পূর্ব বর্ধমানে ৩ জন পরিযায়ী শ্রমিক ও বর্ধমান হাসপাতালে ১ জন অন্তঃসত্ত্বা করোনা আক্রান্ত

E Zero Point

মঙ্গলকোটের লাকুরিয়া ইয়ং অ্যকশন ক্লাবের উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতা

E Zero Point

বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবির বর্ধমানে

E Zero Point

মতামত দিন