18/04/2024 : 11:10 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা আবহে মেমারির সবজি বাজার স্থানান্তরের পরিকল্পনা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১২ মে ২০২১:


রাজ‍্যে করোনা পরিস্থিতি ক্রমশ সংকট জনক হওয়ার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। মেমারি শহরের পুরাতন ও মালগুদামের কাছে সবজি বাজারে আশেপাশের গ্রাম থেকে সবজি নিয়ে আসেন বহু চাষী, পাইকারি ও খুচরা ক্রয় বিক্রয়ের জন্য প্রচুর মানুষের ভিড় হয় এই বাজার দুটিতে। আংশিক লকডাউনেও ভীড়নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।

তাই মেমারি পুরাতন ও মালগুদামের সবজি বাজারটি নতুন বাসষ্ট্যান্ডে স্থানান্তরের জন্য মেমারি ব্যাবসায়ীদের সাথে বৈঠকে বসে মেমারি পৌরসভা ও মেমারি পুলিশ প্রশাসন।


মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী জানান যে, অতন্ত্য ঘিঞ্জি এলাকা হওয়ায় ক্রেতাদের ভিড় উপচ্ছে পড়ে। ফলে সংক্রমণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।
তাই আগামী রবিবার এবিষয়ে পুনরায় বৈঠকের পরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও এদিন বৈঠকে ছিলেন ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি রামকৃষ্ণ হাজরা, মেমারি থানার এস.আই. জয়দেব দে, শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশীষ ঘোষ দোস্তিদার সহ অন্যান্য ব্যাবসায়িরা।

Related posts

গীত সংগীত শিক্ষায়তনের উদ্যোগে বসন্ত উৎসব

E Zero Point

কাটোয়ায় কেন্দ্রীয়নীতির বিরুদ্ধে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী

E Zero Point

পুলিশের বাড়ি থেকে চুরিঃ ৬ ঘন্টার মধ্যে উদ্ধার চুরি যাওয়া সোনা ও নগদ

E Zero Point

মতামত দিন