18/04/2024 : 10:43 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সংবাদকর্মী ও স্বেচ্ছাসেবীদের দেওয়া হোক ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৫ ফেব্রুয়ারি ২০২১:


কোভিড পরিস্থিতিতে ডাক্তার, সাফাই কর্মী, পুলিশ দের পাশাপাশি লড়ে গেছেন সংবাদ কর্মী ও স্বেচ্ছাসেবীরা। কিন্তু প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোনো স্তরেরই কোভিড যোদ্ধা হিসাবে মেলেনি সম্মান, তাই ভ্যাকসিন প্রদানে কোনো অগ্রাধিকার নেই তাদের।

সরকার কি ভেবে দেখেছে একবারও পুনরায় মহামারি ফিরে এলে এদের সাহায্যের দরকার পড়বে না তো ?  বাকিদের সাথে সাথে সংবাদ কর্মী ও স্বেচ্ছাসেবীদের দেওয়া হোক কোভিড যোদ্ধার তকমা, ভ্যাকসিন বন্টনে দেওয়া হোক অগ্রাধিকার এই দাবি পেশ করা হল পল্লিমঙ্গল সমিতির তরফে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে।

Related posts

পিন্ডিরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাহাড়পুরে রক্তদান অনুষ্ঠান

E Zero Point

জেলা জুড়ে চলছে পথশ্রী অভিযান

E Zero Point

কাগজপত্রের ফাঁসে মৃত্যু হলো করোনা আক্রান্ত মহিলারঃ বর্ধমানে উত্তেজনা

E Zero Point

মতামত দিন