18/09/2023 : 3:12 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৩ মার্চ ২০২১:


শিবরাত্রি জল আনতে গিয়ে নিখোঁজ হলেন এক যুবক। নিখোঁজ হয়ে যাওয়া যুবকের নাম সুবোধ ঘোষ বয়স 38 বছর। বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার মহদিপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় গত ১১ তারিখ প্রতি বছরের ন্যায় এ বছরও শিবরাত্রি উপলক্ষে মালদার মহদিপুর থেকে মানিকচকে যায় গঙ্গায় জল আনতে। সুবল ঘোসের সঙ্গে ছিলেন ছেলে শুভদীপ ঘোষ। প্রতি বছরের ন্যায় এ বছরও তারা মানিকচক এ বাবা ও ছেলে একসঙ্গে যাই শিবরাত্রির জল আনতে।

সেখানে গিয়ে ছেলের হাতে মোবাইল দেয় সুবোধ ঘোষ তারপরে থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। চারিদিকে খোঁজাখুঁজি করার পর কোন সন্ধান না পাওয়ায়।আজ ইংরেজবাজার থানায় নিখোঁজ অভিযোগ করে পরিবারের সদস্যরা। নিখোঁজ হয়ে যাওয়া যুবকের ভাই সমীর ঘোষ জানান, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানাতে চান যে তার দাদাকে যদি কেউ জীবিত অবস্থায় খুঁজে দিতে পারে তাহলে ওই ব্যক্তির জন্য এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানালেন।

Related posts

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিপিআইএম-এর সংবিধান বাঁচও ও দেশ বাঁচাও কর্মসূচী মেমারিতে

E Zero Point

ভোটের খবরঃ সরকারে এলে আমরা বিক্রী হবো না- বাম প্রার্থী সনৎ ব্যানার্জী

E Zero Point

ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে দ্বিগুন পরিমাণ চাল

E Zero Point

মতামত দিন