জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ১৮ মার্চ ২০২১:
আসন্ন বিধানসভা নির্বাচনে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী যুবনেতা অনুপম ঘোষকে নিয়ে একটি নির্বাচনী প্রচার মিছিল সাতগেছিয়া বাজারে সম্পন্ন হয়।
এক সাক্ষাৎকারে যুবনেতা ও শিক্ষক অনুপম ঘোষ জানান আমরা সারা বছর সাধারণ মানুষের স্বার্থে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে থাকি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল মানুষ সুষ্ঠভাবে ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করুক এটাই আমরা প্রচার করছি।
মেহনতি মানুষের স্বার্থে আমরাই বিকল্প। গোটা রাজ্যের প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবতীর সাথে সাথে মন্তেশ্বর বিধানসভায় এলকায় শিক্ষিত বেকারদের কর্মসংস্থান করার দাবী নিয়ে লড়াই করতে চায়।