29/09/2023 : 11:53 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

ভিন্ন রুপী ভোটের প্রচার মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দোধিরাম রায়ের

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২৪ মার্চ ২০২১:


আজ সকাল বেলা এক চা চক্রের মাধ্যেমে বিজেপি দলের ভিন্ন রূপি প্রচারে সাধারণ জনতার মন কারলেন মেখলিগঞ্জের বিজেপি প্রার্থী দধিরাম রায়। আজ কাকভরে, চ্যাংরাবান্ধা মাকসুদ হুজুরের দোওয়া নিয়ে চলে আসেন, ভোটবাড়ি মা ভাণ্ডানির দেবীর কাছে, সেখানে প্রার্থনা সেরে একটি চা চক্রে যোগ দেওয়ার মধ্যদিয়ে দলিয় প্রচার শুরু করেন তিনি।

অন্যদিকে স্বয়ং প্রার্থী এলাকায় আসায় সমর্থকের ভীড় পরে যায় l পাশাপাশি প্রার্থীর হাত দিয়ে বেশ কিছু বিরোধী শিবির থেকে আসা কর্মিরা দলিয় পতাকা নিয়ে প্রার্থীর হাত থেকে নিয়ে বিজেপির পতাকাতলে আশ্রয় নেন। প্রার্থী দধিরাম রায় জানান তৃণমূল কংগ্রেস ও সংযুক্ত মোর্চা যতই বলুক খেলা হবে, কিন্তু কোন লাভ হবে না l খেলা হবে সত্যি বল টা আমার পায়ে আছে, ১০ তারিখে ঠিক বুঝতে পারবেন, বিরোধীরা l গোল আমিই দেবো এতে কোন সন্দেহ নেই।

চা চক্রের মাধ্যেম দিয়ে তিনি প্রত্যেক ব্যবসায়ীদের আশির্বাদ নিয়ে ছুটে যান নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিকে সংযুক্ত মোর্চার প্রার্থী গোবিন্দ রায় ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী তারাও প্রচারে কোন অংশে কম নেই।

Related posts

কলকাতা পুরসভার ১৩৮ টি আসন জিততে পারে তৃণমূলঃ সমীক্ষা

E Zero Point

‘শহীদ মিনার চলো’ কর্মসূচি সফল করার লক্ষ্যে মেমারিতে প্রস্তুতি সভা

E Zero Point

না ফেরার দেশে চলে গেলেন গণদর্পণের প্রাক্তন সহ-সভাপতি

E Zero Point

মতামত দিন