26/04/2024 : 6:58 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুর বিধানসভায় ভোট প্রচারে মেমারি বিধানসভার নেতা নিত্যানন্দ ব্যানার্জি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, জামালপুর,  ২৯ মার্চ ২০২১:


ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে জোড় লাগাচ্ছে রাজ্যের শাসক দল। পূর্ব বর্ধমান জেলা জামালপুর বিধানসভা কেন্দ্রে আজ সারা দিন ধরেই বিভিন্ন প্রচার কর্মসূচির মধ্যে নিজেদের ব্যস্ত রাখলেন জামালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি। আবুঝহাটী-১ ও জৌগ্রাম অঞ্চলে আদিবাসীদের ভোজ, জামালপুর-২ চারটি গ্রামে নির্বাচনী মিছিল হয়। সমস্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভূতনাথ মালিক, তৃণমূল নেতা আসরফ আলি, মৃদুল কান্তি মন্ডল, মিঠু পাল, সুভাষ কোলে সহ অন্যন্য নেতৃত্বরা।

এদিন জামালপুর বিধানসভার অন্তর্গত জৌগ্রামে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী  অলোক কুমার মাঝির সমর্থনে একটি পথসভায় উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মেমারি বিধানসভার বলিষ্ঠ সংগঠক ও মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জি।


এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা জামালপুর বিধানসভার বর্ষিয়ান নেতা অরবিন্দ ভট্টাচার্য, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল সভাপতি মীর পারভেজ,
জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ অঞ্চলে বিশিষ্ট নেতৃত্ব বর্গ ও তৃণমূল কর্মী সমর্থকরা।

মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে নিত্যানন্দ ব্যানার্জিকে দেওয়াল লিখতে দেখা গেলেও কোন প্রচার সভায় বক্তব্য রাখতে দেখা যায়নি। তারপর আজকে জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রচার সভায় নিত্যানন্দ ব্যানার্জির উপস্থিতি তার বক্তব্য রাখা কে কেন্দ্র করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

Related posts

মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় যজ্ঞ মেমারিতে

E Zero Point

শতাধিক ছাত্রছাত্রী নিয়ে শিক্ষক দিবস পালন

E Zero Point

বর্ধমান হাসপাতাল চত্বরের অ্যাম্বুলেন্স চালকদের মানবিক মুখ

E Zero Point

মতামত দিন