জিরো পয়েন্ট নিউজ– মুর্শিদাবাদ,২৯ জুলাই ২০২৪ :
প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর সালার কেন্দ্রে এর পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ও অরণ্য সপ্তাহ পালন করা হল। বিজ্ঞান মঞ্চ এর কর্মীদের উদ্যোগে সালার থানার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি করা হয়েছে বলে জানা যায়। শুধুমাত্র বৃক্ষরোপনই নয় গাছগুলো লাগানোর পরে সেগুলির রক্ষনাবেক্ষণের জন্য বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে।
এদিন বিজ্ঞান মঞ্চের জেলা সভাপতি তপন সামন্ত দক্ষিণ খন্ড মহাত্মাজি বিদ্যালয় এ বৃক্ষ রোপণ এর মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন। উপস্থিত ছিলেন বিজ্ঞান কর্মী সুদিন চ্যাটার্জি, আবুল হাসান আল মামুন, গোবিন্দ সহ অন্যান্যরা।