জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৯ জুলাই ২০২৪ :
এ ধরণিতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এককথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।
কিন্তু মানব সভ্যতার উন্নতির সাথে সাথে চলে বৃক্ষনিধনের ধ্বংসযজ্ঞ। সবুজ জঙ্গল আজ পরিণত হয়েছে সিমেন্টের জঙ্গলে। তাই শুধুমাত্র সরকারী ভাবে অরণ্য সপ্তাহ পালনই নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ব্যক্তিকে হতে হবে বৃক্ষপ্রেমিক!
গত ২০ জুলাই আবুল কালাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে বনসৃজণ কর্মসূচী গ্রহণ করা হয়। মেমারি ১ ব্লকের অন্তর্গত বড়র গ্রামে প্রায় ৫০ টি গাছ লাগানো হয়। একটি বেসরকারী ব্যাঙ্ক অফ বড়োদার সহায়তায় বনসৃজণ কর্মসূচী করা হয়। উপস্থিত ছিলেন আবুল কালাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আব্দুল হালিম ও ব্যাঙ্ক অফ বড়োদার সৌরভ প্রামানিক সহ অন্যান্যরা।