জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৯ জুলাই ২০২৪ :
বৃক্ষ মানুষের পরম ও প্রকৃত বন্ধু। বৃক্ষ মানুষকে মহৎ করে তোলে, শুদ্ধতা অর্জনের জন্যও বৃক্ষমুখী হওয়ার বিকল্প নেই! দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায়; তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহিত করতে পারলে সবুজে সবুজে ভরে উঠবে গ্রাম থেকে শহর।
রাজ্য় সরকাররে পক্ষ থেকে অরণ্য সপ্তাহ পালনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী গ্রহণ করা হয়। এই সময় স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন বৃক্ষরোপন করে বিভিন্ন জায়গায়। গত ২০ জুলাই পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অন্তর্গত আঝাপুর বালিকা বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করলো মেমারি ১ বিজ্ঞান কেন্দ্র।
প্রায় ৫০ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয় আঝাপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ম্যাডাম, মনীষা মাঝি , সহ সমস্ত শিক্ষিকা মন্ডলী। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়দেব মান্না, অমিত বিশ্বাস, সুদীপ সরকার, সুদীপ চ্যাটার্জী।
বৃক্ষরোপনের পর উপস্থিত ছাত্রীদের মধ্য বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন উপস্থিত বিজ্ঞান কর্মীরা।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানান যে পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় বনসৃজ করতে হবে। পুরাতন গাছ কাটার আগে ভাবতে হবে এর কু প্রভাব কী পড়তে পারে। জলাভূমি বোঝানো বন্ধ করতে হে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। ভীষণ গরম থেকে বাঁচতে ও বৃষ্টি আনতে সকলকে গাছ লাগাতে হবে। প্রতিটি বিদ্যালয়ে ইকো(পরিবেশ) ক্লাব গড়ে তুলতে হবে।