শনিবার রাজ্যে চতুর্থ দফায় বিধানসভা নির্বাচনে ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোটগ্রহণ। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট। দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট।

চতুর্থদফার ভোটও হিংসামুক্ত হলো না। শীতলকুচির জোড় পাটকিতে গুলিবিদ্ধ হয়ে মৃত  ৪। শীতলকুচির ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ।  সিআরপিএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। মৃতরা তাদের সমর্থক বলে দাবি তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে দালালি করছে। এক প্রত্যক্ষদর্শীর দাবি, আটজনের গুলি লেগেছে।

অন্যদিকে পাঠানটুলি শালবাড়ির ২৮৫ নম্বর বুথে  সদ্য আঠেরো পেরনো কিশোর আনন্দ বর্মণের প্রথম ভোট ছিল এ বার। সকাল সকাল ভোট দিতে গিয়েছিলেন তাঁরা। সবে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। সেই সময় আচমকাই তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে ঝামেলা বাধে। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দু’পক্ষই।  ওই কিশোর এবং তাঁর পরিবারের লোকজন বিজেপি-র সমর্থক বলে জানা গিয়েছে।

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন গুলি চালিয়েছে সিআইএসএফ।  তবে কি কারণে চালিয়েছে সে ব্যপারে তদন্ত চলছে।