01/12/2023 : 8:49 AM
আমার দেশ

করোনায় প্রান গেল সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলের

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ২২ এপ্রিল ২০২২:


করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সিপিএমের সাধারণ সম্পাদ সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির (৩৪)। বৃহস্পতিবার সকাল ৬টায় গুরুগ্রামের একটি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। টুইটে ছেলেকে হারানোর কথা জানিয়েছেন সীতারাম ইয়েচুরি।

সীতারাম ইয়েচুরি লিখেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে করোনায় আমি আমার বড় ছেলে আশিস ইয়েচুরিকে হারিয়েছি। যাঁরা তাঁর চিকিৎসা করেছেন তাঁকে ধন্যবাদ জানাই। যে সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্যরা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ।’

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন আশিস। তাঁকে প্রথমে গুরুগ্রামের হোলি ফ্যামেলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়। দিল্লিতে একটি সংবাদপত্রের সাংবাদিকতা করতেন আশিস।

Related posts

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

E Zero Point

মমতা বিনানির বাজেট বিশ্লেষণঃ এবারের বাজেট “মেক ইন ইন্ডিয়া” নয় বরং “মেক ফর দ্য ওয়ার্ল্ড”

E Zero Point

১০টি রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধমুখী

E Zero Point

মতামত দিন