29/03/2024 : 5:08 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিজেপি প্রার্থী গোপাল সাহাকে গুলির ঘটনায় বিজেপির গ্রামীণ মন্ডল ব্লক সভাপতি গ্রেপ্তার

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১ মে ২০২১:


মালদা বিধানসভার প্রার্থী গোপাল সাহাকে গুলির ঘটনায় বিজেপির গ্রামীণ মন্ডল ব্লক সভাপতি নিতাই মন্ডলকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ।
১৮ এপ্রিল ঝন্টুমোড় এলাকায় দলীয় কার্যালয়ে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। সেদিন রাতেই গুলিবিদ্ধ গোপাল সাহাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। গভীর রাতে অস্ত্রোপচার করে চিকিৎসকেরা তার গলা থেকে একটি গুলি বের করে।


এরপর ঘটনার তদন্তে নামে মালদা থানার পুলিশ। প্রথমে এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর সাহেব ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি নেতা নিতাই মন্ডল।


শুক্রবার রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন নিতাই মন্ডল।
শনিবার ধৃত নিতাই মন্ডল সহ মোট ৮ জনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
ধৃত সাহেব ঘোষ পুলিশের কাছে স্বীকার করে, নিতাই মন্ডলের প্ররোচনায় তারা বিজেপি প্রার্থীর ওপর গুলি চালায়। সে পুলিশকে আরো জানিয়েছে, নিতাই মন্ডল টাকা দিয়ে গোপাল সাহাকে খুনের সুপারি দেয় বিট্টু চৌধুরীকে।

তার কথাতেই কালিয়াচক থানার শাহবাজ পুরের যুবক গুলি চালায় গোপাল সাহার উপর বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে।
এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি গোবিন্দ মন্ডল জানান, আইন আইনের পথে চলবে এই ধরনের ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তির দাবি করেন তিনি।
মালদা থানার পুলিশ ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।

Related posts

মেমারির বিভিন্ন জনবহুল এলাকায় স্যানিটাইজেসন

E Zero Point

যাত্রীবাহী বাসে ওভারলোডঃ বর্ধমানে হয়রানির শিকার বাসযাত্রীরা

E Zero Point

ভ্যাকসিন নিয়ে কালনার বিধায়কের বিরুদ্ধে অভিযোগ

E Zero Point

মতামত দিন