28/03/2024 : 9:54 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ জিন্দাবাদ – আরণ‍্যক বসু

( মে-দিবস মানে–পথনাটিকায় গোর্কির মা , মে-দিবস মানে — লাল ঘাসে নীল ঘোড়া ….)

রঙ বদলেছে, দিন পালটেছে ,
কারখানা গেটে তালা ;
এ ওকে কাটছে,বোমায় ফাটছে ,
শুধু খেউড়ের পালা।

জানি , এতদিনে নীল দিগন্তে
মুছে গেছে সব ঋণ ,
পদাতিক কবি এখনো লিখছে–
লাল টুকটুকে দিন।

দীনের থেকেও দীন হয়ে গেছে
খনিতে লুকোনো সোনা ,
কমরেড মানে পাশেপাশে থাকা,
যারা কিছু কাড়লোনা।

দল বদলেছে সুবিধেবাদের
যাবতীয় দুর্ভাগা,
তবু বিপাকে ও রক্তক্ষরণে
হাতে হাত রেখে জাগা !

অবিশ্বাস্য ? তবু চোখ খুলে
দেখে যাবো বাঁদরামি ,
ও পয়লা-মে ,জানি আজও হাঁটি
তোমার সঙ্গে আমি।

অধরা মাধুরী সূর্য তারায়
বলে ওঠে- থামবেনা ;
লাল পতাকার রক্ত আবির
বড়ো ব‍্যথা দিয়ে কেনা!

আকাশকুসুম এক হয়ে গিয়ে
মুছে নেবে জীর্ণতা ,
জীবন মানে তো ঝাঁপানো ঝর্ণা —
বলেছে খরস্রোতা।

আমাদের কাছে মে-দিবস মানে —
গানে , পুনরুত্থানে ;
জিন্দাবাদের দেয়াললিখন
ভালোবাসা দিয়ে টানে।♦



দৈনিক কবিতা বিভাগে লেখা পাঠাতে হলে ইমেইল করুন zeropointpublication@gmail.com অথবা ওয়াটসঅ্যাপ করুন 9375434824



Related posts

দৈনিক কবিতাঃ এমনি করেই

E Zero Point

ফুটপাতের পানের দোকানে জন্ম নিলো একডজন উপন্যাস

E Zero Point

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

E Zero Point

মতামত দিন