27/04/2024 : 9:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার কৃষক বাজারে ভিড় ঠেকাতে অভিনব উদ্যোগ

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ২১ মে ২০২১:


করোনার দ্বিতীয় ঢেউ চলছে রাজ্যজুড়ে ।তাই রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। কিছু কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। ভাতারে কৃষক বাজার একটি জনবহুল স্থান। কৃষক বাজারে রয়েছে সব্জি ও মাছের দোকান। ভীর ঠেকাতে অভিনব উদ্যোগ নিল তাই ভাতার থানার পুলিশ।

কৃষক বাজার এর দুটি গেট রয়েছে। এক টি গেট সম্পূর্ণভাবে বন্ধ রাখছে প্রশাসন।
অন্য গেটে যে সমস্ত মানুষজন বাজার করতে আসছেন তাদের কে নির্দিষ্ট দূরত্ব মেনে লাইনে দাঁড় করাচ্ছেন।
১০ জন করে ব্যক্তি বাজারে ঢুকে বাজার করছেন। তাদের বাজার করা হলে আবার 10 জন করে ঢুকছেন বাজারে। পুলিশের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন।

Related posts

পারুলিয়া রিলায়েন্স ক্লাবের নেতাজী জন্মজয়ন্তী

E Zero Point

মুর্শিদাবাদে ব্লাক ফাঙ্গাসের থাবা

E Zero Point

আরামবাগে করোনা রোগীর মৃতদেহ ফেলে রাখার অভিযোগে পথ অবোরধ

E Zero Point

মতামত দিন