26/04/2024 : 1:40 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি এবিটিএর পক্ষ থেকে আর্থিক অনুদান রেড ভলান্টিয়ার্সদের

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৪ জুন ২০২১:


অন্ধকারতম সময়েও কিছু আশার আলো থাকে। কিছু মানুষ নিজেদের বিপদকে অগ্রাহ্য করে ছুটে যান অন্যদের পাশে। করোনার এই ভয়াবহ সঙ্কটকালে যেমন এগিয়ে এসেছে রেড ভলান্টিয়ার্স । ভয়ঙ্কর সঙ্কটকালে মানুষের কাছে মানুষের পাশে। মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা করা। করোনা আক্রান্তের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া থেকে বাড়ি বাড়ি স্যানিটাইজেশন, বিদ্যুতের গতিতে আবির্ভাব ঘটছে রেড ভলান্টিয়ার্সদের।


পূর্ব বর্ধমান জেলার মেমারির রেড ভলেন্টিয়ার্সরও ছুটে বেড়াচ্ছেন করোনাকালে মানুষের সেবায়। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজ করে চলেছে। করোনা রুগীদের অক্সিজনের অভাব দূর করতে প্রয়োজনীয় সামগ্রী তদের কাছে নেই তাই এবিটিএ মেমারি -১ জোনাল কমিটির পক্ষ থেকে করোনা আক্রান্তদের পাশে থাকার জন‍্য অক্সিজেন ও অন‍্যান‍্য সামগ্রি কেনার জন‍্য নগদ ২০০০০ টাকা মেমারি-১ রেড ভলেন্টিয়ার্সদের দান করলেন মেমারি কালীতলায় সিপিআইএম পার্টী অফিস প্রাঙ্গণ থেকে। এবিটিএ, মেমারি জোনাল কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষক ওয়াসেফ, কৃষ্ণ বিশ্বাস, মানষ রায় সহ অন্যান্যরা। রেড ভলেন্টিয়ার সুমন হাজরা, তন্ময় মন্ডলের হাতে কোভিডে আক্রান্তদের পাশে থাকার জন্য এই অনুদান তুলে দেওয়া হয়।

Related posts

মেমারিতে দলীয় কর্মীদের ক্ষোভের মুখে বিধায়ক

E Zero Point

শ্রাবন্তিকা ডান্স সেন্টারের বসন্ত উৎসব

E Zero Point

দুঃস্থদের পাশে শিক্ষক সংগঠন

E Zero Point

মতামত দিন