25/04/2024 : 6:29 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত বিধায়িকা শম্পা ধারা

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৬ জুন ২০২১:


বিশ্বব্যাপী পরিবেশদূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ৫ জুনকে ঘোষণা করেছে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে।  আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন পরিবেশ-প্রকৃতি।১৯৭৪ সালে এই বিশেষ দিনটি প্রথম অনুষ্ঠিত হয়েছিল।প্রকৃতির গুরুত্ব বোঝাতে ৫ জুন পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।আজ বিশ্ব পরিবেশ দিবসে সামিল হলেন রায়না বিধায়িকা শম্পা ধারা।


বিশ্ব পরিবেশ দিবসে সামিল হয়ে বিধায়িকা বলেন, “আজ বিশ্ব পরিবেশ দিবসে আমরা সকলে সম্মিলিত হয়ে আমরা ফলের গাছ লাগালাম।” এছাড়া তিনি আরও বলেন, “করোনা পরিস্থিতিতে বহু মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। তাই আমি শুধু রাজ্য নয়, গোটা দেশ গোটা পৃথিবীবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকে অন্তত দশটি করে গাছ লাগান নিজের বাড়িতে। এই দশটি গাছকে রক্ষণাবেক্ষণ করলে তা বড়ো হয়ে আমাদের কতটা উপকারে লাগতে পারে তা আজ কল্পনা করা যাবে না।”

Related posts

দুস্থদের পাশে ‘খোলা জানালা’

E Zero Point

গুসকরা বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে বৃক্ষরোপন

E Zero Point

গলসিতে ২০ বছরের যুবক করোনা পজিটিভ

E Zero Point

মতামত দিন