01/10/2023 : 12:42 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত ৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, পূর্ব বর্ধমান, ৬ জুন ২০২১:


প্রবল বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪ জনের ।জখম হয়েছেন আরও একজন। শনিবার এই মৃত্যুর ঘটনাগুলি ঘটে পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার বিভিন্ন গ্রামে ।পুলিশ জানিয়েছে ,মৃতরা হলেন রঞ্জিত গোয়ালা (৪০),অরুপ বাগ (৪০),শম্ভুচরণ দাস (৫২) ও অধীর মালিক (৪৯)। জখম ব্যক্তির নাম মনু আইরি । জামালপুর থানার গুড়েঘর গ্রামে রজ্ঞিতের এবং অরুপের বাড়ি কাঁশরা গ্রামে ।আপর মৃত শম্ভুচরণের বাড়ি জ্যোৎশ্রীরাম গ্রামে। অধীরের মুহুন্দর গ্রামের বাসিন্দা । বজ্রপাতে জখম মনু আইরি সম্পর্কে রঞ্জিত গোয়ালার শ্যালক ।তাঁর বাড়ি কালনা মহকুমার তিলডাঙ্গা গ্রামে।ময়নাতদন্তে পাঠানোর জন্যে পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে।জখম ব্যক্তির চিকিৎসা হয় জামালপুর হাসপাতালে।রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ মর্গে মৃতদেহ গুলির ময়নাতদন্ত হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ও জখমরা সকলেই কৃষিজীবি পরিবারের সদস্য । মৃত রঞ্জিত গোয়ালার ছেলে অভিজিৎ গোয়ালা জানিয়েছেন ,তাঁর মামা মনু আইরি
তাঁদের বাড়িতে বেড়াতে এসেছিলেন । শনিবার দুপুরে তাঁর বাবার সাথে তাঁর মামাও তাঁদের ঝিঙে জমি পরিচর্যা করতে যায়।তখন হঠাৎতই প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় ।


বজ্রপাতে তাঁরা দজনেই জখম হয়ে জমিতে লুটিয়ে পড়েন । অভিজিৎ বলেন দু’ জনকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষনা করেন । জখম অবস্থায় তাঁর মামা সেখানেই চিকিৎসাধীন থাকে । অপর মৃত
অরুপ বাগের দাদা রুদ্রকান্ত বাগ জানিয়েছেন,তার ভাই ও ভাইয়ের স্ত্রী কাঁশরা গ্রামে জমিতে তিলগাছ কাটতে যায় । জমিতে কাজ করার সময়ে বজ্রপাতে তাঁর ভাই অরুপ মারা যায় ।বরাত জোরে রক্ষা পেয়ে যান ভাইয়ের স্ত্রী। জ্যোৎশ্রীরাম নিবাসী অচিন্ত দাস
বলেন, তাঁর কাকা শম্ভুচরণ দাস একই দিন দুপুরে গ্রামের মাঠে পটল জমি পরিচর্যা করছিলেন । তখন বজ্রপাতে তিনি জমিতে লুটিয়ে পড়েন ।শম্ভুচরণকে উদ্ধার করে জামা
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন । মুহিন্দর গ্রাম নিবাসী অধীর মালিক তাঁদের পোষ্য গরু নিয়ে মাঠ থেকে ফেরার সময়ে বজ্রপাতে মারা যান বলে পরিবার সদস্যরা জানিয়েছেন ।

জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার জানিয়েছেন ,শনিবার দুপুরের পর থেকে ঘন্টা খানেক ধরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সাথে অস্বাভাবিক বজ্রপাত হয় জামালপুরে । তাতে ৪ জনের মৃত্যু হয়েছে । একজন জখম হয়েছেন ।মৃত ও জখমরা সকলেই দিনদরিদ্র পরিবারের । এদিন জালাশসকের দপ্তরে মৃতদের পরিজনদের হাতে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন রাজ্যের মন্ত্রী স্দপন দেবনাথ ।

Related posts

আঝাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের রাস্তায় বসে বিক্ষোভ

E Zero Point

সেফ হোম পরিদর্শনে রায়না বিডিও ও বিধায়িকা

E Zero Point

রাজ্যে সরকার নয় সার্কাস চলছে, সাতগেছিয়ায় বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী

E Zero Point

মতামত দিন