06/05/2025 : 8:58 PM
আমার দেশ

বাজারে আসছে বিষক্রিয়াহীন, নমনীয় ও দীর্ঘস্থায়ী হ্যান্ড স্যানিটাইজার

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৭ জুন ২০২১:


এক ধরনের পরিবেশ বান্ধব হ্যান্ড স্যানিটাইজার যা অত্যন্ত নমনীয় এবং বিষক্রিয়াহীন, তা খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। অ্যালকোহল বিহীন, জেলি প্রকৃতির এবং দাহ্যশীল নয় এরকম একটি হ্যান্ড স্যানিটাইজার সিলভার ন্যানোপার্টিকেলের থেকে প্রস্তুত করেছে পুনের একটি শিল্পোদ্যোগ সংস্থা।


এই করোনা অতিমারি সময় বারেবারে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার ফলে হাত শুষ্ক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। শুষ্কতার যাতে সৃষ্টি না হয় সেজন্যই বিশেষভাবে এই স্যানিটাইজার প্রস্তুত করা হয়েছে। যেকোনো পরিবেশে এই স্যানিটাইজার রেখে দেওয়া যায়।


ভাইরাস নিধনে এই ধরনের হ্যান্ড স্যানিটাইজার কাজ করবে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই দ্রব্যটি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের ক্লিনিক্যাল ট্রায়াল অতিক্রম করেছে।


এই ওয়েইনোভেট বায়ো সলিউশনস সংস্থাটিকে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পোদ্যোগ উন্নয়ন পর্ষদ নতুন ধরনের এই স্যানিটাইজারটির অনুমোদন দিয়েছে। পুনের ওই শিল্পোদ্যোগ সংস্থাটি সিলভার সলিউশন ভিত্তিক এই হ্যান্ড স্যানিটাইজারটি প্রস্তুত করেছে।

 

Related posts

এক নজরে গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯এর বিষয়ে সর্বশেষ তথ্য

E Zero Point

আত্মনির্ভর ভারত দেশে সার্বিক শক্তি ও নিরাপত্তা কাঠামো গঠনে গতি আনবেঃ ধর্মেন্দ্র প্রধান

E Zero Point

নিষেধাজ্ঞা উড়িয়ে দামোদরে বালি তোলা হচ্ছে অবাধেঃ প্রশাসনের ভূমিকায় প্রশ্নচিহ্ন

E Zero Point

মতামত দিন