01/10/2023 : 1:31 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল রাজধানী দিল্লিতে

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ১৮ জুন ২০২১:


মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল ভারতবর্ষের রাজধানী দিল্লি। রাজ্য সরকারের সহযোগিতায় এবং মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আনন্দবিহার ট্রেনে করে প্রায় পাঁচ টন আম পাড়ি দেয় দিল্লি। পশ্চিমবঙ্গ তথা মালদার আম বাজার ধরে রাখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে মালদা রেলস্টেশনে উপস্থিত ছিলেন ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা, সাধারণ সম্পাদক উজ্জ্বল চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এই বিষয়ে ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, মালদা জেলার আম জগৎবিখ্যাত। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহযোগিতায় আজ মালদার সুবিখ্যাত ল্যাংড়া এবং হিমসাগর আম কোভিড বিধি মেনে পাড়ি দিল দিল্লির বঙ্গভবনে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মালদার আমের স্বাদ যাতে দিল্লিবাসী অনুভব করতে পারে তার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগকে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধুবাদ জানাই। তারই অঙ্গ হিসাবে এদিন প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে জেলা তথা বিশ্বের সুবিখ্যাত ন্যাংরা এবং হিমসাগর আম পাড়ি দিল দিল্লি।

Related posts

রেল বেসরকারিকরণের প্রতিবাদে বর্ধমান ষ্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেস

E Zero Point

প্রতিবাদ করায় সিআরপিএফ কর্মীকে বেধড়ক মারধোর

E Zero Point

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিরা চরম সমস্যায় মেমারিতে

E Zero Point

মতামত দিন