জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৮ জুন ২০২১:
মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থানার বাগডহর মোড় এলাকায় পথ দুর্ঘটনা বলি হলো এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায় বহরমপুর থেকে ভগবানগোলার দিকে আসছিল একটি বিএসএফ এর লরি আর তার পিছনে ছিল দুটি বাইক । বাইক যাত্রীরা কিন্তু সকলেই মদ্যপ অবস্থায় ছিল। এইসময় হঠাত করেই বাইকের হ্যান্ডেল বেধে যাই লরির সঙ্গে এবং ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি বাইকের চালক রাকেশ পোদ্দারের।
ঘটনাস্থল থেকে আরো দুজন যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জিয়াগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেইখানে আহত যুবক আকাশ ওরফে গোরার অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয় ও আরেক যুবক সুরজ পোদ্দার কে জিয়াগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বাইক যাত্রীদের বাড়ি ভগবানগোলা থানার নিচু বাজার এলাকায়।
সূত্র মারফত খবর মৃত যুবক রাকেশ লটারি কেটে আজ দ্বিতীয় প্রাইজ ৪৫০০০ টাকা পায় এবং সেই আনন্দেই জিয়াগঞ্জে বন্ধুদের সঙ্গে আসে ঘুরতে এবং এইখানে এসে সকলেই মদ্যপান করে। বন্ধুর সঙ্গে মদ্যপান করে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা।