06/05/2025 : 11:54 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কালনা,  ১৫ জুলাই ২০২১:


প্রতি বছর ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই তারিখ অবধি টানা সাত দিন ধরে পালন করা হয় অরণ্য সপ্তাহ। বর্তমান অরণ্য দিন দিন কমে যাচ্ছে তাই অন্তত একটি সপ্তাহ অরণ্য সপ্তাহ হিসাবে আমাদের পালন করা উচিত সেদিন উচিত আমাদের অনেক গাছ লাগানো যাতে প্রকৃতির ভারসাম্য রক্ষিত হয়।

কালনা-১ নাম্বার ব্লকের সুলতানপুর এলাকার স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াস সেবাঙ্কুর এর পক্ষ থেকে তৃতীয় বছরের জন্য অনুষ্ঠিত হল বিনামূল্যে গাছের চারা বিতরণ।

সংস্থার সম্পাদক জানান যে বর্তমান পৃথিবীর বিশ্ব উষ্ণায়নকে কিছুটা কমাতে এবং গাছের উপকারিতা মাথায় রেখে বিগত তিন বছর ধরে গাছের চারা তারা বিতরণ করে আসছে। এছাড়াও সংস্থার পক্ষ থেকে খাদ্য, বস্ত্র শিক্ষা সংক্রান্ত ৫টি প্রোজেক্ট এ কাজ করা হয়। চাইলে আপনারাও তাদের পাশে এসে দাঁড়াতে পারেন।

Related posts

বর্ধমানে পথবাসীদের দুর্গাপুজোর বস্ত্রদান

E Zero Point

মিড মিল কর্মচারীদের হাতে পুজোর বোনাস কালনা পৌরসভায়

E Zero Point

মগরা খন্ডের আকনা অঞ্চলের হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মতামত দিন