07/05/2025 : 12:44 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ অসমাপ্ত কিছু সারণী


আঞ্জুমনোয়ারা আনসারী


সেদিন, ঘুমভাঙা কুসুমাস্তীর্ণ ভোর–
আলতো শিশিরের বিন্দু ফোঁটায়,
কবিতার নীলাম্বর অক্ষর-বাসায় বহুদুর হেঁটেছি।
পাড়ভাঙা সবুজ ঘাসে রেখে আসা কিছু সময়,
স্মৃতির আরশিতে আলগা রোমন্থন
গোধূলির আবিরমাখা আলোয়। ঠিক তখনই,
বাদামের খোসা ছাড়ানো বিকেলের ওপাড়ে
সন্ধ্যা নামলে, জলভাঙা পলিতে নীল হলুদ
পরাগ মিলন, গোপন অস্তিত্বের মোহন মত্তে,
ক্ষনিকের সোহাগ নামায় ঠৌঁট ছুঁয়েছে ভালোবাসার।
অনাড়ম্বর অনাবিল গর্ভ-বীজে
প্রেমের মাধুকরীতে সহজিয়া বাতাস…….
তারপরও, কেন জানিনা—
কোথাও…কোথাও…মেকি হল না তো???
অথচ, ঘুম-ভাঙা কুসুমাস্তীর্ণ শয্যায়….
কবিতার নীলাম্বর অক্ষর-বাসায়
আজও হাঁটছি………♦



দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

রবিবারের আড্ডা : ২ মার্চ ২০২৫

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

দৈনিক কবিতাঃ নিস্তব্ধ কলকাতার বুক – আমিরুল ইসলাম

E Zero Point

মতামত দিন